Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু


২২ জানুয়ারি ২০১৯ ২০:৪১

।।ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান। মৃত যুবকের নাম মো. জেনারুল। তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের আবদুল তোয়াফের ছেলে।

ওসি জানান, মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুর উপজেলার মিনাপুর সীমান্ত দিয়ে ভারতে ঢুকে। এ সময় মলদ্বখন্ড ক্যাম্পের বিএসএফের সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে জেনারুল মৃত্যুবরণ করে। বাকি গরু ব্যবসায়ীরা বাংলাদেশে পালিয়ে আসে।

আরও পড়ুন: সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু

৪২-বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক বলেন, মৃত জেনারুলের মরদেহ ফেরত চেয়ে ভারতের মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফ এর কাছে চিঠি পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

৪২-বিজিবির অধিনায়ক লে. কর্ণেল নাহিদুজ্জামান বলেন, বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে মৃত গরু ব্যবসায়ীর মরদেহ ফেরত আনা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে জাহাঙ্গীর আলম রাজু নামে ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনার চার দিন পরে আবারও সীমান্তে বিএসএফ এর গুলিতে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এসবি

ঠাকুরগাঁও সীমান্তে গুলি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর