রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ২ ক্রু
২২ জানুয়ারি ২০১৯ ১৮:৪৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৯:০৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
প্রতিকূল আবহাওয়ার কারণে চার আরোহী নিয়ে রাশিয়ার টিইউ-২২এম৩ মডেলে একটি বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ক্রু সদস্যের। এছাড়া, গুরুতর আহত হয়েছেন বাকি দুজন। খবর রাপ্টলির।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দেশটির মুরমানাস্কে এই দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, অবতরণের সময় হঠাৎ করে বিমানটি তুষার-ঝড়ের কবলে পড়ে। এই ধরনের ঝড় শুধু আর্কটিক অঞ্চলেই দেখা যায়। শান্ত একটি দিনে আবহাওয়া এমন প্রতিকূল হয়ে যাবে তা বৈমানিকদের আঁচ করা সম্ভব ছিল না। যুদ্ধ বিমানটিতে ছিল না কোন অস্ত্র মোতায়েন করা।
তোপলভ টিইউ-২২এম৩ মডেলের বিমানগুলো দীর্ঘ পাল্লার নিউক্লিয়ার মিসাইল বহনে সক্ষম। সুপারসনিক এ বিমানগুলো ১৯৮০ সাল থেকে মিশন পরিচালনা করছে।
সারাবাংলা/এনএইচ
—————————————————————
সবার আগে তথ্য পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/facebook
ইউটিউবে দেখুন ভিডিও প্রতিবেদন: Sarabangla/youtube
আমাদের ফলো করুন ইনস্টাগ্রাম ও টুইটারে।
————————————————————–
প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন।