Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে বাস-ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু,আহত ২০


২২ জানুয়ারি ২০১৯ ১৮:৪৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।। 

বাগেরহাট: জেলার ফকিরহাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার কলমের দোকান এলাকাতে এ দুর্ঘটনা ঘটে।বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মলয় রায় এই তথ্য নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মৃত তিনজনের মাঝে দুইজন বাসযাত্রী ও একজন ট্রাকচালক আছে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মাঝে পাঁচজনের অবস্থা আশংকাজনক।

মৃত ট্রাকচালকের নাম কামরুজ্জামান (৩২)। তিনি সাতক্ষীরা জেলার কামারগ্রামের শামছুজ্জামানের ছেলে। মৃত অপর দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায় নি।

মলয় রায় আরও বলেন, ‘ খুলনা থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস কলমের দোকান নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু ঘটে।’

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসবি

বাগেরহাট যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ সংঘর্ষ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর