পরিচয়পত্র থাকা সত্ত্বেও ৩১ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ভারত
২২ জানুয়ারি ২০১৯ ১৭:৫১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০৮:২৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৩১ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। বাংলাদেশ প্রবেশ করতে ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার (২২ জানুয়ারি) রোহিঙ্গাদের গ্রেফতার করা হয় বলে জানায় রয়টার্স। তাদের কাছে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দেওয়া পরিচয়পত্র ছিল।
মিয়ানমারে সেনাদের অত্যাচারে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিলেও হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী দেশ ভারতে রোহিঙ্গাদের ঝুঁকির চোখেই দেখা হয়।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সীমান্তে আটকে পড়া ওই রোহিঙ্গাদের মধ্যে নারী ও শিশু ছিলেন। তারা শুক্রবার থেকে নো ম্যানস ল্যান্ডে অবস্থান করেছেন। সীমান্ত এলাকায় উভয় দেশের প্রতিনিধিদের আলোচনা সত্ত্বেও কোন সমাধান খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে তাদের গ্রেফতার করে ভারতীয় পুলিশ।
ত্রিপুরার পুলিশ কর্মকর্তা অজয় কুমার দাশ বলেন, অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।
আইনপ্রয়োগকারী সংস্থার কাছ থেকে হয়রানি এড়াতে জাতিসংঘের শরণার্থী সংস্থা, ইউএনএইচসিআর ভারতে অবস্থানরত ১৬ হাজার ৫ শ রোহিঙ্গাকে পরিচয়পত্র প্রদান করেছে। যদিও ভারত সরকার এই পরিচয়পত্রকে কোন প্রকার বৈধতা দেয়না।
গ্রেফতার হওয়া রোহিঙ্গা ভারতের কাশ্মীরে বাস করতেন।
সারাবাংলা/এনএইচ
————————————————————-
সবার আগে তথ্য পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/facebook
ইউটিউবে দেখুন ভিডিও প্রতিবেদন: Sarabangla/youtube
আমাদের ফলো করুন ইনস্টাগ্রাম ও টুইটারে।
——————————————————–
প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন।