নওগাঁয় বনগরু আটক
২২ জানুয়ারি ২০১৯ ১৫:০৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৬:৩৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকা থেকে একটি বনগরু আটক হয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে বনগরুটি ওই এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয়রা আটক করে।
স্থানীয়রা জানান, সকালে জোত বাজার এলাকায় ঢুকে পরার পর প্রাণীটি এদিক-ওদিক ছোটাছুটি করছিল। বনগরুটি দেখে গ্রামের শতাধিক বাসিন্দা ধাওয়া করে এটাকে আটক করে। গ্রামের মধ্যে প্রাণীটি বেঁধে রেখে মান্দা থানা পুলিশ ও প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গরুটি উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারের পর প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।
এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রাণী এর আগে বরেন্দ্র অঞ্চলে কখনও দেখা যায়নি। ফলে প্রাণীটি দেখতে ভিড় জমিয়েছে আশেপাশের গ্রামের মানুষ।
সারাবাংলা/ওএম/এমএইচ