Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু


২২ জানুয়ারি ২০১৯ ১৪:২০ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ১৬:০৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে স্কুলে যাবার পথে হিউম্যান হলার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশার চালককে আহত অবস্থায় আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার কদমতলী ফ্লাইওভারের মুখে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত কাজী মাহমুদুর রহমান (১৪) চট্টগ্রামের সরকারি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তিনি নগরীর হালিশহর থানার গ্রিনভিউ আবাসিক এলাকার বাসিন্দা কাজী আব্দুর রহমানের ছেলে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম সারাবাংলাকে বলেন, বাসা থেকে স্কুলে যাচ্ছিল মাহমুদুর। সে হিউম্যান হলার লেগুনার যাত্রী ছিল। কদমতলী ফ্লাইওভারের মুখে লেগুনার সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাহমুদুর ও অটোরিকশার চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে আমরা চালককে আটক করি। লেগুনার চালক গাড়ি ফেলে পালিয়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারি উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, গুরুতর আহত মাহমুদুরকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ১৬ জানুয়ারি নগরীর কোতোয়ালী মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় সোমা বড়ুয়া নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম নগরীর সড়কে দুজন শিক্ষার্থীর প্রাণ ঝরল।

সারাবাংলা/আরডি/এমআই

স্কুল ছাত্রের মৃত্যু

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর