জোভানের অপেক্ষায় তিশা
২২ জানুয়ারি ২০১৯ ০৩:৫১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০২:৩৭
।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
সম্প্রতি ঢাকার উত্তরা ও সাভারের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে ‘আজও তোমার অপেক্ষায়’ নামে নাটকের দৃশ্যধারণ। নাটকটি লিখেছেন তরুণ নাট্যকার রশিদুর রহমান। পরিচালনা করেছেন আনিসুর রহমান রাজীব। এতে কেন্দ্রিয় দুই চিরিত্রে অভিনয় করেছেন জোভান ও তানজিন তিশা।
ব্যতিক্রমধর্মী গল্পের নাটকটিতে দর্শক তানজিন তিশাকে দেখতে পাবে বাক-প্রতিবন্ধী তরুণীর চরিত্রে। জোভান ও তিশা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়াতে সহজে দুই জনের মাঝে বন্ধুত্ব তৈরি হয়। একসময় তিশা চলার পথে জোভান নির্ভর হয়ে পড়ে। আর এই নির্ভরতা থেকে তিশার মনে সৃষ্টি হয় জোভানের প্রতি ভালোবাসা। অন্যদিকে জোভান হাবুডুবু খায় মৌয়ের প্রেমে। এরকম একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নাটকের কাহিনী এগিয়ে যায়।
নাটক প্রসঙ্গে পরিচালক আনিসুর রহমান রাজীব বলেন, ‘দর্শকই এই নাটকটি মূল্যায়ন করবে। তবে আমি মনে করি এই নাটকটি খারাপ লাগবে না। ত্রিভুজ প্রেমের একটি সুন্দর গল্প দেখতে পাবে মানুষ।’
আগামী ২৬ জানুয়ারী শনিবার রাত সাড়ে নয়টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচার হবে নাটকটি।
সারাবাংলা/আরএসও/