রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
২২ জানুয়ারি ২০১৯ ০২:১৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০১৯ ০২:৪৫
।। সারাবাংলা ডেস্ক ।।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর বিদায়ী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ। সোমবার (২১ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৈঠকে নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, নৌবাহিনী প্রধান তার মেয়াদকালে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সহযোগিতার জন্যে রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ সমুদ্র সীমান্তসহ দেশের সীমান্ত নৌবাহিনীর কর্মতৎপরতা ও ভূমিকা পালনে সন্তোষ প্রকাশ করেন। তিনি নৌবাহিনী প্রধান হিসেবে তার মেয়াদকালে নৌবাহিনীকে একটি উন্নত ও ত্রি-মাত্রিক বাহিনীতে পরিণত করায় ইতিবাচক ভূমিকা পালনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। রাষ্ট্রপ্রধান বলেন, ‘দেশের নৌবাহিনী এখন প্রতিরক্ষায় যেকোনো হুমকি মোকাবিলায় আরও বেশি সক্ষম।’
আবদুল হামিদ আশা প্রকাশ করেন, নৌবাহিনীর চলমান এই উন্নয়ন এবং অগ্রগতির ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস।
সারাবাংলা/টিআর/আরএসও
অ্যাডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ নৌবাহিনী রাষ্ট্রপতি আব্দুল হামিদ