Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইআরএফ’র নতুন কমিটিতে কৌশিক সভাপতি, রহিম সম্পাদক


২১ জানুয়ারি ২০১৯ ২২:০১ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ২২:০৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামী দুই বছরের (২০১৯-২০) জন্য বীমা বিটের সংবাদিকদের সংগঠন ইনস্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল হক কৌশিক (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক রহিম শেখ (জনকণ্ঠ)।

সোমবার (২১ জানুয়ারি) বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মতিতে এ কমিটি গঠিত হয়।

কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মওলা (বাংলা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ), অর্থ সম্পাদক আলমগীর হোসেন (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক মাহফুজুল ইসলাম (বাংলানিউজ২৪ ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মরিয়ম সেজুতি (ভোরের কাগজ) ও দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন (সানবিডি২৪ ডটকম)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন— গোলাম সামদানী (সারাবাংলা ডটকম), গাযী আনোয়ারুল হক (নিউ ন্যাশন), জসিম উদ্দিন হারুন (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), মোরশেদুল ইসলাম (এটিএন বাংলা), মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), অনুপ সর্বাজ্ঞ (বণিক বার্তা) ও রোকন উদ্দিন মাহমুদ (সংবাদ)।

সংগঠনের বিদায়ী সভাপতি গোলাম সামদানীর সভাপতিত্বে সভা সঞ্চলনা করেন গাযী আনোয়ারুল হক। এছাড়া সংগঠনের সিনিয়র সদস্য যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিএস/টিআর

আইআরএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর