Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে গোলাগুলিতে ‘ডাকাত সর্দার’ আহত, অস্ত্র উদ্ধার


২১ জানুয়ারি ২০১৯ ২০:২৩

।। ডিস্ট্রিক করেসপন্ডেন্ট ।।

জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশ ও ডাকাতদলের মধ্যে গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি গুলিবিদ্ধ ছানা মিয়া ওই ডাকাতদলের সর্দার।

সোমবার (২১ জানুয়ারি) ভোরে উপজেলার চাঁনপাড়া সড়কে এই ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, সোমবার ভোরে একদল ডাকাত চাঁনপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে তাদের কাছে খবর আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও ছানা মিয়া (৩৫) নামে ডাকাত সর্দারকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। ছানা মিয়া পাঁচবিবি উপজেলার ঝিনাইল গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও জানান ওসি।

ঘটনাস্থল থেকে থেকে একটি রিভলভার ও কয়েকটি ধারালো দেশি অস্ত্রও উদ্ধার করে পুলিশ। আহত ছানা মিয়াকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএমএন

গোলাগুলি ডাকাত সর্দার