আনন্দমোহন কলেজে বোরকা পরা যুবক আটক
২১ জানুয়ারি ২০১৯ ১৯:৩০ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ২০:১৬
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ময়মনসিংহ: নগরীর আনন্দমোহন কলেজ ক্যাম্পাসে বোরকা পরে কথিত স্ত্রী’কে নজরদারি করতে এসে আটক হয়েছেন এক যুবক। আটক হওয়া যুবকের নাম মাহমুদুল হাসান, তার বাড়ি শেরপুর জেলার সদর থানাতে।
সোমবার (২১ জানুয়ারি) দুপুরে আনন্দমোহন কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, দুপুর ১২ টার দিকে ক্লাস চলাকালীন সময়ে বোরকা পরা এক ব্যক্তিকে সন্দেহজনক চলাফেরার অভিযোগে আটক করে ছাত্ররা। জিজ্ঞাসাবাদে সে জানায়, স্ত্রীকে ছদ্মবেশে নজরদারি করতে আসার কথা।
আটক মাহমুদুল জানান, তার কথিত স্ত্রী ময়মনসিংহ আনন্দমোহন কলেজের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের মাস্টার্সে অধ্যয়নরত। তবে ওই শিক্ষার্থী জানান তিনি আটক যুবককে চিনেনা না।
কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক সাংবাদিকদের বলেন, ‘ওই যুবক যে শিক্ষার্থীকে তার স্ত্রী বলে দাবি করছে সেই ছাত্রী বলেছে মাহমুদুল হাসান তার স্বামী না। মৌখিক ভাইবা দিতে আসা ওই নারী শিক্ষার্থী সরকারি আনন্দমোহন কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স শেষ বর্ষের নিয়মিত শিক্ষার্থী। ঘটনাটি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে কথিত স্বামী-স্ত্রী দুজনকেই আটক করে থানায় নিয়ে যায়। ‘
সারাবাংলা/এসবি/এনএইচ