Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি-মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ প্রধানমন্ত্রীর


২১ জানুয়ারি ২০১৯ ১৫:৩২ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১৫:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ অবস্থান ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সোমবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রিফিং করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মন্ত্রিপরিষদের সব সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়ে প্রধানমন্ত্রী তাগিদ দিয়েছেন জনবান্ধব প্রশাসন গড়ে তোলার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও তিন উপমন্ত্রী ওই বৈঠকে যোগ দেন।

সভায় আগে মন্ত্রিসভার অসমাপ্ত কাজ দ্রুত বাস্তবায়নে নতুন মন্ত্রীদের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে রাষ্ট্রপতির ভাষণের খসড়াসহ সাতটি বিষয়। এছাড়া মন্ত্রিপরিষদের বৈঠকে সমাজ কল্যাণ পরিষদ আইন-২০১৮, প্রতিবন্ধীদের অধিকার রক্ষা আইন-২০১৩, নবম ওয়েজবোর্ড গঠন নিয়ে সিদ্ধান্ত হয়েছে। নবম ওয়েজ বোর্ডের জন্য সাত সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, কৃষিমন্ত্রী ড. আ. রাজ্জাক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শ্রম প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ান প্রমুখ।

সভার শুরুতে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অন্য মন্ত্রীরা। এরপর শোকপ্রস্তাব করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের। শোক প্রস্তাব পাঠ করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

বিজ্ঞাপন

পরে স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠা বজায় রাখার আহবান জানান। এ ছাড়া সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান।

সারাবাংলা/এএইচএইচ/একে

দুর্নীতি মন্ত্রিপরিষদের বৈঠক মাদক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর