চট্টগ্রামে ট্রাকে তল্লাশি করে ১৮ হাজার ইয়াবা উদ্ধার
২১ জানুয়ারি ২০১৯ ১২:৩৭ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১২:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ২২৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। রোববার (২০ জানুয়ারি) গভীর রাতে নগরীর বন্দর থানার নিমতলা বিশ্বরোডে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. মোজাম্মেল (৩০), আব্দুর রহিম (৪০) ও নুরুল ইসলামের (২৮) বাড়ি কক্সবাজার জেলার উখিয়ায়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে বলেন, র্যাবের চেকপোস্টে গাড়িটিকে থামানোর সংকেত দেওয়া হয়। এসময় ট্রাক রাস্তার পাশে থামিয়ে তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে তিনজনকে ধরে ফেলা হয়। পরে ট্রাকে তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।
গ্রেফতার তিনজন ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাবার কথা বলেছেন বলে র্যাব কর্মকর্তা মাশকুর জানিয়েছেন। তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/এমআই