Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আবারও পরিবেশ পরিষদের বৈঠকে কর্তৃপক্ষ


২১ জানুয়ারি ২০১৯ ১১:২৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১১:৩৩

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের লক্ষ্যে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সঙ্গে আজ সোমাবার (২০) আবারও পরিবেশ পরিষদের সভা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সভায় ছাত্রলীগ, ছাত্রদলসহ ১৩টি ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর পরিবেশ পরিষদের একটি সভা হয়। ওই সভায় ছাত্রদলের নেতারা ক্যাম্পাসে সহাবস্থান দাবি করেন আর ছাত্রলীগের নেতারা সন্ত্রাসী কার্যক্রম ছাড়লে সহাবস্থানে কোনো আপত্তি নেই বলে জানিয়েছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরিষদ পরিবেশের সভায় সভাপতিত্ব করবেন। এর গত ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী স্বাক্ষরিত চিঠি ছাত্রসংগঠনগুলোর নেতাদেরকে পাঠানো হয়।

পরিবেশ পরিষদের এই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন আচরণবিধি ও গঠনতন্ত্র সংশোধনী নিয়ে আলোচনা হবে।

সারাবাংলা/কেকে/এমআই

ডাকসু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর