Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কথা কম কাজ বেশি’


২০ জানুয়ারি ২০১৯ ২১:২১ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ২১:৩৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ‘কথা কম, কাজ বেশি’ নীতিতে কাজ করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়া সবসময় নিজেকে জবাবদিহিতার জন্য প্রস্তুত রাখবেন বলেও জানান তিনি। রোববার (২০ জানুয়ারি) দুপুরে রেলভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

যাত্রীসেবার মানবৃদ্ধিই প্রধান অঙ্গীকার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘রেলের টিকেট কালোবাজারি সব অর্জনকে ম্লান করে দিচ্ছে। প্রথম শ্রেণির টিকেটের মতো সাধারণ যাত্রীদের কোচের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে। রেলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহও নিশ্চিত করা হবে।’

গত ১০ বছরে রেলওয়ে থেকে কারা বিদেশ সফর করেছেন এমন প্রশ্ন করে তিনি বলেন, ‘বিদেশে রেলের উন্নত ব্যবস্থা আমরা দেখতে পেয়েও নিজের দেশে তা চালু করতে না পারলে কোনো লাভ নেই।’

রেলের টিকেট ও কোটা প্রসঙ্গে বলেন, ‘যে জেলার জন্য যত টিকেট বরাদ্দ ততটা টিকেট যেনো পায় তা দেখতে হবে। এক জেলার টিকেট অন্য জেলার কেউ পেলে তখন কালোবাজারি ঘটে। এছাড়া টিকেট কালোবাজারি বন্ধে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে রেলমন্ত্রী বলেন ‘জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকেট কাটা টিকেট কালোবাজারি রোধ করতে অন্যতম একটি পদক্ষেপ।’

জনগণের প্রতিনিধি হিসেবে জবাবদিহি করার কথা জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে আমি জবাবদিহি করতে বাধ্য। সাংবাদিকদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। দুর্বলতাকে না ঢেকে, ভালো-মন্দ যাই হোক সফলতা ব্যর্থতা স্বীকার করতেই হবে।’

সারাবাংলা/এসএ/এসবি/এমআই

রেলমন্ত্রী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর