Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি


২০ জানুয়ারি ২০১৯ ২১:৩৯

।। ডিস্ট্রিক্ট করেস্পন্ডেন্ট ।।

মুন্সীগঞ্জ: জেলার সিরাজদিখানের তুলশীখালী বাজারের শংকর মণ্ডলের ‘কথা জুয়েলার্স’ নামে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। রোববার (২০ জানুয়ারি) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

দোকানের সিসি ক্যামেরার ধারণকরা ফুটেজে দেখা গেছে, ডাকাত দলে ১৪-১৫ জন ছিলো। ডাকাতরা ওই সময়ে একসঙ্গে শাটার ও কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। দোকানে থাকা কর্মচারী মিঠুনকে হাত-পা বেঁধে রেখে দোকানের মালামাল নিয়ে যায়।

দোকান মালিকের অভিযোগ আনুমানিক ৬০ ভরি স্বর্ণ ও নগদ প্রায় ৪ লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ব্যাপারে সিরাজদিখান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসবি/এমআই

ডাকাতি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর