Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই বাজানদার আবারও ঢামেকে


২০ জানুয়ারি ২০১৯ ১৮:১২ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১৮:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: প্রায় ছয় মাস পর আবারও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফিরে এলেন বৃক্ষমানবখ্যাত আবুল বাজানদার। রোববার (২০ জানুয়ারি) সকালে মাকে সঙ্গে নিয়ে ঢামেকে এসেছেন। ঢামেকের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেন।

ডা. সামন্তলাল সেন বলেন, ‘গত বছরের মে মাসে চিকিৎসকদের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে অনেকটাই পালিয়ে চলে যান আবুল বাজানদার। ওই সময় হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আসতে বলেও তিনি আসতে রাজনি হননি। এখন আবারও তার হাত আগের অবস্থায় যাওয়া শুরু করলে তিনি হাসপাতালে ফিরে আসেন।’

বিজ্ঞাপন

বাজানদারের হাতের অবস্থা আবারও আগের মতোই হয়ে গেছে জানিয়ে ডা. সামন্তলাল বলেন, ‘তার চিকিৎসা আজ থেকেই শুরু হবে।’

জানতে চাইলে আবুল বাজানদার সারাবাংলাকে বলেন, ‘আজকে সকালে এসেছি। মাকে সঙ্গে নিয়ে এসেছি। ডাক্তারদের সঙ্গে কথা হয়েছে। আমাকে কাল ভর্তি করাবেন বলে তারা জানিয়েছেন।’

হাত-পায়ের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে আবুর বাজানদার বলেন, ‘সব হাত-পা আগের মতোই হয়ে গেছে।’

উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারি ঢামেকে ভর্তি করা হয় আবুল বাজানদারকে। ওই সময় তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তার চিকিৎসার সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলা অবস্থায় গত বছরের মে মাসে তিনি কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে চলে যান।

সারাবাংলা/জেএ/এমএনএইচ/

আবুল বাজানদার ঢামেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর