Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার


২০ জানুয়ারি ২০১৯ ১৩:১৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ৫ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতারের কথা জানিয়েছে র‌্যাব।

শনিবার (২১ জানুয়ারি) রাতে নগরীর পাহাড়তলী থানার এ কে খান এলাকায় নুর-এ মদিনা ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. কামাল (৩৮) ও জুথি বেগমের (২৫) বাড়ি মাদারীপুর জেলায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান সারাবাংলাকে বলেন, কামাল ও জুথি সাধারণ পথচারীর মতো রাস্তায় দাঁড়িয়েছিলেন। এ সময় ওই রাস্তা দিয়ে র‌্যাবের গাড়ি দেখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া দিয়ে দুজনকে ধরে ফেলা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতার দম্পতির বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এমএইচ

ইয়াবা চট্টগ্রাম দম্পতি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর