Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট ডাকাতির পর বিজয় উৎসব হাস্যকর: রিজভী


২০ জানুয়ারি ২০১৯ ১২:৫৭ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১৪:০৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর আওয়ামী লীগের বিজয় সমাবেশ উদযাপনের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নির্বাচনের আগের রাতে মহাভোটডাকাতির পর সেই ভুয়া নির্বাচন জায়েজ করার জন্য সরকার যা যা করছে, তা চরম হাস্যকর।’  রোববার (২০ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘গতকাল তারা জনগণের কোটি কোটি টাকা শ্রাদ্ধ করে তথাকথিত বিজয়ের উৎসব উদযাপন করেছে। সারাদেশ থেকে বাসভর্তি ভাড়াটে লোকজন এনেও সোহরাওয়ার্দী উদ্যান ভরতে পারেনি।’

‘জনগণ এবার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে’— শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর জনগণ হাসবে না কাঁদবে, ভেবে পাচ্ছে না। ভোটাধিকারহারা জনগণ যখন ব্যথিত, বিমর্ষ ও বাক্যহারা, তখন এ ধরনের বক্তব্য নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছুই নয়।’

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘জনগণ মনে করে প্রধানমন্ত্রীর উচিত, আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানানো। কারণ, ভোটের আগের রাতে আইনশৃঙ্খলা বাহিনীই জনগণের ভোটের অধিকারটা নিজের হাতে তুলে নিয়েছে। তারাই অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নৌকা মার্কায় সিল মেরে ব্যালটবক্স ভরে দিয়েছে। ভোট জালিয়াতি করতে পুরো রাষ্ট্রযন্ত্র ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়েছে।’

নির্বোধ স্তাবক’রা ছাড়া সোহরাওয়ার্দী উদ্যানমঞ্চে কেউ ছিল না দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ, পরান্নজীবী, কৃপাপ্রার্থী, উমেদার আর প্রবঞ্চকদের ভিড় ছিল সোহরাওয়ার্দী উদ্যানমঞ্চে। জনগণের পকেট কাটা টাকায় বর্ণাঢ্য র‌্যালি জনগণের সঙ্গে আরেকটি অবজ্ঞাভরা মশকরা। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে গতকাল গণতন্ত্র হত্যার উৎসবে পরিণত করা হলো।’

বৈধতা পেতে সরকার এখন আন্তর্জাতিক অঙ্গনে দেনদরবার শুরু করেছে অভিযোগ করে রিজভী বলেন, ‘এ রকম ভুয়া ভোটের নির্বাচন বিশ্বের গণতন্ত্রকামী মানুষ ও তাদের নির্বাচিত সরকারের কাছে কোনো কানাকড়ি মূল্য নেই। গণতন্ত্রের জন্য এদেশের মানুষের লড়াই ও অর্জনকে ম্লান করে দিয়েছে শাসকগোষ্ঠী।’ তিনি আরও বলেন, ‘জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সরকার কখনোই টিকতে পারে না, ভয় দেখিয়েও বেশি দিন টেকা যায় না। ‘ ম্যাকিয়াভেলির নীতি অবলম্বন করে ক্ষমতায় থাকার দিন শেষ হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ এমএনএইচ

রিজভী সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর