Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন প্রজন্ম ইতিহাস জানলে দেশ এগিয়ে যাবে : বস্ত্র ও পাটমন্ত্রী


২০ জানুয়ারি ২০১৯ ১৪:৩৮ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১৪:৪৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর ওপর জোর দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

রোববার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর সিদ্বেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। কিভাবে আমরা মুক্তিযুদ্ধ করেছি আর মুক্তিযুদ্ধের সেই সময়কার অবস্থা কেমন ছিল। কত কষ্ট করে যোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিলেন। আমরা যারা সেদিন যুদ্ধ করেছিলাম সেদিন আমরা শুধুমাত্র একটি স্বাধীন দেশ চাইনি, এর সঙ্গে আমাদের স্বাধীনতা, একটি দেশের উন্নতি, আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ছিল।’

মন্ত্রী আরও বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি। আজ আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর জায়গা পেয়েছি। মুক্তভাবে বেঁচে কথা বলার অধিকার পেয়েছি। আর এই বিষয়গুলো আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। তাহলে আমাদের এই সোনার বাংলাদেশ আরও এগিয়ে যাবে। কেননা তরুণ প্রজন্ম যদি ইতিহাস না জানে তাহলে আগামীতে আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কেউ থাকবে না।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘একদিন বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতো। দু বেলা কিভাবে খাবে সেটা জানত না। কিন্তু এখন আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। দেশে খাদ্য মজুদ রেখে বিদেশে আমরা খাদ্য রপ্তানি করছি। আর এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের দৃঢ়তার কারণে। আমরা ২০৪১ সালের আগেই বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করব। তখন সারাবিশ্ব আমাদেরকে ফলো করবে।’

বিজ্ঞাপন

এসময় তারাব পৌরসভার মেয়র ও গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাছিনা গাজী বলেন, ‘আমাদের মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে হাতে হাত রেখে এক সঙ্গে দেশের জন্য কাজ করতে হবে। বাল্যবিবাহ এবং দুর্নীতি থেকে বিরত থাকতে হবে। আজ নারীরা সবার আগে এগিয়ে যাচ্ছে। একদিন নারীরা পিছিয়ে ছিলো। ঘরের বাইরে বের হতে পারতো না। কিন্তু এখন সেই দিন বদলে গেছে। নারীরা পুরুষদের চেয়ে এগিয়ে গিয়ে এখন সমানতালে কাজ করছে। সেই দিন আর সামনে যেখানে প্রতিটি সেক্টরে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে যাবে।’

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ রইশুল আলম ময়নার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দিলারা আলম, প্রধান শিক্ষক মো.সাহাব উদ্দিন মোল্লা, সহকারি প্রধান শিক্ষক মো.দেলোয়ার হোসেনসহ প্রমুখ।

সারাবাংলা/এসজে/এসএমএন

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর