Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্ব পালনকালে প্রাণ গেল সাংবাদিকের


২০ জানুয়ারি ২০১৯ ১১:৪৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

লিবিয়ায় বিবাদমান দুই পক্ষের গোলাগুলিতে মুহাম্মদ বিন খলিফা (৩৫) নামে এক ফ্রিল্যান্স সাংবাদিক নিহত হয়েছেন। তিনি সংবাদ সংস্থা এপি, রাপ্টলিতে ও অন্যান্য গণমাধ্যমে কাজ করতেন।

শনিবার (১৯ জানুয়ারি) রাজধানী ত্রিপোলির কাছেই এ ঘটনা ঘটে। খবর রাপ্টলির।

প্রতিবেদনে জানা যায়, সেখানে গত ১৬ জানুয়ারি থেকে সংঘর্ষ চলছিল। খলিফা জীবনের ঝুঁকি নিয়ে সংঘর্ষের ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহের কাজ করেছেন। দুর্ঘটনাবশত তিনি যুদ্ধের বিপদসীমানায় চলে আসেন এবং মর্টারের গুলিতে তার মৃত্যু হয়।

মুহাম্মদ বিন খলিফা লিবিয়ার শীর্ষ আলোকচিত্রীদের একজন। পরিবারে তার স্ত্রী ও পাঁচ মাস বয়সী মেয়ে রয়েছে। দেশ পালানো শরণার্থীদের বিপর্যয় নিয়ে আলোচিত কাজ করেছেন তিনি। খলিফার মৃত্যুতে দুঃখপ্রকাশ ও সমবেদনা জানিয়েছে রাপ্টলি।

উল্লেখ্য, ২০১১ সালে দেশটির সাবেক নেতা মোহাম্মদ গাদ্দাফি হত্যা হওয়ার পর থেকে প্রকট নিরাপত্তাহীনতায় রয়েছে লিবিয়া। রাজধানীতে জাতিসংঘ সমর্থিত সরকার থাকলেও ক্ষমতার লড়াইয়ে দেশের বিভিন্ন অংশে বিরাজ করছে অস্থিরতা ও গোষ্ঠীর দ্বন্দ্ব। দেশটির স্বাস্থ্য-সংস্থা জানায় চলতি সপ্তাহে সংঘর্ষে লিবিয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এনএইচ

সাংবাদিক হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর