Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সারাবাংলায় এসে অনলাইন সম্পর্কে ধারণা বদলে গেছে’


২০ জানুয়ারি ২০১৯ ১১:২৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১২:৩৫

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ছবি )

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: পুরানা পল্টনের সারাবাংলা ডটনেট কার্যালয়ে এসে অনলাইন সম্পর্কে ধারণা বদলে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘আমার ধারণা ছিল, অনলাইন মানেই একটা রুমে একটা কম্পিউটার নিয়ে কেউ কাজ করছেন। কিন্তু সারাবাবাংলা অফিসে এসে সেই ধারণা বদলে গেছে। এত বিশাল, এত সুন্দর অনলাইন অফিস হতে পারে— আমার ধারণাই ছিল না।’

রোববার (২০ জানুয়ারি) সকালে সারাবাংলা ডটনেট কার্যালয় পরিদর্শন শেষে সারবাংলা পরিবারের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী এসব কথা বলেন। পরে সারাবাংলার বিশেষ আয়োজন ‘মিনিস্টার টকস’ অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী।

এসময় সারাবাংলা ডটনেট, দৈনিক সারাবাংলা ও জিটিভি’র এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, সারাবাংলা ডটনেটের নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান, হেড অফ ফাইন্যান্স মো. আতাউর রহমান, জেনারেল ম্যানেজার (জিএম) মিয়া ফয়সাল হাসান, বার্তা সম্পাদক জান্নাতুল ফেরদৌসী মানু ও মো. নূরুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রোববার সকাল পৌনে ১০টার দিকে সারাবাংলা কার্যালয়ে পৌঁছান পরিকল্পনামন্ত্রী। অফিস ঘুরে দেখে তিনি বলেন, ‘আমি এক্সাইটেড, সারাবাংলা দেখার পর আমি হাইলি এক্সাইটেড।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সারাবাংলা নামটা অনেক সুন্দর। সারাবাংলা নেই, তাতে কি? কল্পনা করতে তো কোনো সমস্যা নেই।’ এসময় সরকারের মেগা প্রজেক্ট পদ্মাসেতু নিয়ে সারাবাংলা’র তৈরি ভিজ্যুয়াল কনটেন্ট ‘পাখির চোখে পদ্মাসেতু’ দেখে মন্ত্রী বলেন, ‘সারাবাংলা অনলাইনের মাধ্যমে পদ্মাসেতুর যে কনটেন্ট দেখলাম, তা দেখে আমি মুগ্ধ। এ ধরনের কনটেন্ট প্রচারের মাধ্যমে পদ্মাসেতুর সর্বশেষ অবস্থা মানুষ জানতে পারবেন।’

বিজ্ঞাপন

অনলাইন নিউজ পোর্টালকে নীতিমালায় আনার বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ছাপা পত্রিকার মতো অনলাইন নিউজ পোর্টালকেও রেটিংয়ের মাধ্যমে তালিকাভুক্ত করে নীতিমালার আওতায় আনা যেতে পারে।

সবার সব কাজে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা আমাদের আবেগের নোঙর। এটা ধরে রাখতে হবে।’

ছবি: হাবিবুর রহমান

সারাবাংলা/জিএস/টিআর

এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর