Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে তেলের পাইপলাইন বিস্ফোরণ, নিহত ৭৩


২০ জানুয়ারি ২০১৯ ১০:০৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ১০:২৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মেক্সিকোর হিদালগো রাজ্যে তেলের পাইপলাইন বিস্ফোরিত হয়ে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, আহত হয়েছেন আরও ৭৪ জন। স্থানীয় সময় শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভয়াবহ এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয়রা পাইপলাইন ফুটো করে তেল চুরি করতে গেলে দুর্ঘটনার শিকার হন। সেনা সদস্যরা ঘটনাস্থলে ঠায় দাঁড়িয়ে থাকলেও তারা সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেয়নি।

৫০ বছর বয়স্ক কৃষক গর্সিয়া বলেন, সবাই তাদের গাড়ির জন্য গ্যাসোলিন সংগ্রহ করতে আসে। এখানে পর্যাপ্ত গ্যাস স্টেশন নেই। বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ মানুষ চিৎকার করতে করতে পালাতে থাকে।

জ্বালানি বাণিজ্যে নৈরাজ্য ও চুরি ঠেকাতে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওব্রাদর ওই অঞ্চলে অর্ধেকের বেশি গ্যাস স্টেশন বন্ধ করে দেন। এ কারণে জ্বালানি সংকট শুরু হয়।

দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে আত্মীয়-স্বজন হাসপাতালে ভিড় করছে। মৃতদের ছিন্ন-ভিন্ন দেহ ব্যাগে রাখা হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য।

সারাবাংলা/এনএইচ

মেক্সিকো

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর