২৫তম বিসিএস পুলিশ ফোরামের সভাপতি রিপন, সম্পাদক শাহজাহান
২০ জানুয়ারি ২০১৯ ০০:০৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০০:১৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ২৫তম বিসিএস পুলিশ ফোরামের নতুন সভাপতি আসাদুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক শাহজাহান সাজু নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ জানুয়ারি) রাজধানীর রমনা পুলিশ অফিসার্স মেসে বার্ষিক সাধারন সভায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটি ২০১৯-২০২০ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে। নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে কমিটির বাকি পদের জন্য মনোনীত করবে বলে জানিয়েছেন নির্বাচিত হওয়া নতুন সাধারন সম্পাদক মো. শাহজাহান সাজু।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক দু’জনই ২৫তম বিসিএস এর মাধ্যমে পুলিশে যোগ দেন।
আসাদুজ্জামান রিপন বর্তমানে ঢাকা মহানগর ডিবি পূর্ব বিভাগে অতিরিক্ত উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি তিনি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। আর সাধারণ সম্পাদক শাহজাহান সাজু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সারাবাংলা/ইউজে/এসএন