Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে ইউপিডিএফকর্মীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার


১৯ জানুয়ারি ২০১৯ ২৩:৪৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ০১:৩৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খাগড়াছড়ি: জেলার সদর উপজেলায় পিপলু বৈষ্ণব ত্রিপুরা ওরফে রনি নামে এক ইউপিডিএফ কর্মীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলার গাছবানমুখ এলাকায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

রনি খাগড়াছড়ির রামগড় উপজেলার বল্টুরাম এলাকার মৃত নিগমানন্দ ত্রিপুরার ছেলে। পুলিশ জানিয়েছে, রনি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য ছিল। ২০১৬ সালের ২৩ নভেম্বর যৌথবাহিনীর এক অভিযানে রনি অস্ত্রসহ আটক হয়। কারাগার থেকে বের হয়ে সে আবারও ইউপিডিএফ’র কর্মকাণ্ড শুরু করে।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা বলেন, ‘একটি দুর্ঘটনায় আঘাত পেয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েছিল রনি। ইউপিডিএফ’র সাথে সম্পৃক্ত থাকায় জনসংহতি সমিতির সংস্কারবাদীরা তাকে হত্যা করেছে।’

তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন জনসংহতি এম এন লারমা গ্রুপের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানিয়েছেন, পুলিশ তদন্ত করছে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসবি/এটি

ইউপিডিএফ খাগড়াছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর