Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেই কাজ করব: বস্ত্র ও পাটমন্ত্রী


১৯ জানুয়ারি ২০১৯ ১৪:২৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

তিনি বলেছেন, ‘আমরা আগে থেকেই মাদক-সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী ছিলাম। এ বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোচ্চার রয়েছেন। আজকের বিজয় সমাবেশে তিনি মাদক-সন্ত্রাস ও দুর্নীতিরোধে নির্দেশনা দেবেন। প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেবেন তা মেনে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে আমরা কাজ করে যাব।’

শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে যাওয়ার পথে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় সাংবাদিকদের কাছে বস্ত্র ও পাটমন্ত্রী এ সব কথা বলেন। এ দিন তিনি দশহাজার নেতাকর্মীর বহর নিয়ে সমাবেশে যোগ দেন।

মন্ত্রী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জবাসী বিজয় উদযাপন করবে। এখানে আমরা সবাই মিলে আনন্দ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে একটি উপহার দিয়েছেন। সে জন্য প্রধানমন্ত্রীকে আমরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছি।’

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছিলেন, তার মনোনীত বেশিরভাগ প্রার্থীই পাস করেছেন। এই আনন্দ সবার। এ ছাড়া অনেকদিন ধরে নারায়ণগঞ্জে মন্ত্রী ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে আমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। তাই নারায়ণগঞ্জের হাজার হাজার নেতাকর্মী আজকের আনন্দ উৎসবে যোগ দিতে এসেছেন।’

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে নেই। এখন তার সুযোগ্য কন্যা জাতির হাল ধরেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের উত্তরসূরি তার সুযোগ্য কন্যার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। আমরা তার উন্নয়নের সহযাত্রী হিসেবে আমাদের ওপর অর্পিত দায়িত্ব-কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে যাব। যাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা জাতিকে উপহার দিতে পারি।’

সারাবাংলা/ইউজে/একে

গোলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাটমন্ত্রী বিজয় সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর