ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জনের মৃত্যু
১৯ জানুয়ারি ২০১৯ ১২:১৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১২:৩৫
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় লন্ডন এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার (১৯ জানুয়ারি) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের শশইয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় আহত হন ১৫। আহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমএইচ