Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে ট্রাক-লেগুনার সংঘর্ষে পথচারীর মৃত্যু


১৯ জানুয়ারি ২০১৯ ১২:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষেই এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) সকালে সদর উপজেলার নূরী গাছতল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো আহত হয়েছেন দুইজন।

নিহত ব্যক্তির নাম মো. আলাউদ্দিন স্বপন (৫০)। তিনি সদর উপজেলার দক্ষিণ মজুপুর এলাকার মৃত সাফাউদ্দিনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, রামগতি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লেগুনা ঘটনাস্থলে পৌঁছলে উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ী চাপা পড়ে ঘটনাস্থলেই পথচারী আলাউদ্দিন স্বপনের মৃত্যু হয়। এসময় আরো আরো দুজন আহত হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে আহতদের উদ্ধার করে সদর ভর্তি করা হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানিয়েছেন, গুরুতর আহত দুজনের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএমএন

দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর