কুয়েতে বাংলাদেশের শ্রমিক অসন্তোষ মেটাতে সরকারের উদ্যোগ
১৮ জানুয়ারি ২০১৯ ২১:১৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ২১:১৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কুয়েতের লেসকো কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বেতন বকেয়া নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা ও গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্ত করতে পদক্ষেপ নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে এক বার্তায় একথা জানায়।
বার্তায় বলা হয়, কুয়েতের লেসকো কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের আক্রমণে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলরসহ তিনজন আহত হন। স্থানীয় পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কিছু সংখ্যক শ্রমিককে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তবে পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। ইতোমধ্যে কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে দ্রুত মুক্ত করার পদক্ষেপ নিয়েছে।
বার্তায় আরও বলা হয়, কোম্পানির মালিককে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ডেকে পাঠানো হয়েছিল এবং ঐ কোম্পানি ৫ ফেব্রুয়ারির মধ্যে বেতন পরিশোধ ও আকামা নবায়নসহ সকল সমস্যা সমাধানে রাজি হয়েছে।
এধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নিতে বিদেশে বাংলাদেশের সকল দূতাবাস ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
সারাবাংলা/জেআইএল/এনএইচ