Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকা মানহানির মামলা এমপির


১৮ জানুয়ারি ২০১৯ ১৮:৪৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

সাতক্ষীরা: সাতক্ষীরার দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের বিরুদ্ধে আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরার যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নং- মানী: ০১/২০১৯। তার আইনজীবী কুন্ডু তপন কুমার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজহারে বলা হয়েছে, গত ৫ জানুয়ারি দৈনিক সাতনদী পত্রিকায় ‘সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার বাহিনীর হাতে সংখ্যালঘু নির্যাতন, প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

এমপি জগলুল হায়দারের দাবি, ওই সংবাদে প্রকাশিত তথ্য ছিল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এ সংবাদ প্রকাশের ফলে তার মানহানি হয়েছে।

এমপির আইনজীবী কুণ্ডু তপন বলেন, ‘মিথ্যা সংবাদ প্রকাশ হওয়ায় এমপির মানহানি হয়েছে। এ কারণে তিনি মামলা করেছেন।’

সারাবাংলা/একে

এমপি জগলুল হায়দার মানহানি মামলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর