চট্টগ্রামে প্লাস্টিক পণ্যের গুদামে আগুন
১৮ জানুয়ারি ২০১৯ ১৭:৫১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৮:১৩
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একে খান মোড়ে প্লাস্টিক পণ্যের একটি গুদামে আগুন লেগেছে।
শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষে। তাৎক্ষণিকভাবে ৪টি ফায়ার স্টেশন থেকে ৯টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
স্থানীয় পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ সারাবাংলাকে বলেন, ভিক্টোরিয়া জুটমিলের গুদামে আগুন লেগেছে। বন্ধ হয়ে যাওয়া জুট মিলটির গুদামে এখন প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য রাখা হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
সারাবাংলা/আরডি/এমএইচ