Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাবিবুর রহমান খানের মৃত্যুতে দিনাজপুরে মিলাদ ও দোয়া


১৮ জানুয়ারি ২০১৯ ১৪:৪৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

দিনাজপুর: সারাবাংলা ডট নেটের নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খানের বাবা হাবিবুর রহমান খানের মৃত্যুতে দিনাজপুরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) বাদ জুম্মা শহরের ঘাসিপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে চাউলিয়াপট্রি এলাকায় অসহায় গরীবদের মাঝে খাবার বিতরণ করা হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়।

উল্লেখ গত বৃহস্পতিবার (১০ জানুয়ারি) মস্তিষ্কে রক্তক্ষরণে হাবিবুর রহমান খানকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) ভোর ৪টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার আসরের নামাজের পর বরিশাল সদর চড়বাড়িয়া বোর্ড স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাবিবুর রহমান খান স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইনসপেক্টর হিসেবে দীর্ঘদিন কাজ করার পর অবসর জীবন যাপন করছিলেন।

সারাবাংলা/এমএইচআর/ এমএইচ

আরও পড়ুন

সারাবাংলা’র নির্বাহী সম্পাদক মাহমুদ মেননের বাবা মারা গেছেন

দোয়া মাহফিল হাবিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর