কৃষক পর্যায়ে ধান কেনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: খাদ্যমন্ত্রী
১৮ জানুয়ারি ২০১৯ ১৪:০৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৪:১৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নওগাঁ: চালকল মালিকদের সরকার নির্ধারিত মূল্যে ধান কেনার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘আগামী ইরি-ব্যুরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক পর্যায়ে ধান কেনার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
শুক্রবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, চালকল মালিকরা যদি যদি সরকার নির্ধারিত দরে ধান কিনে চাল সরবরাহ করেন তাহলে বাজারে কোন প্রভাব পড়বে না। এতে ভোক্তাদেরও কোন সমস্যা হবেনা।
আরও পড়ুন: ইজ্জত রক্ষা করুন, চাল ব্যবসায়ীদের খাদ্যমন্ত্রী
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, পত্নীতলা উপজেলা নিবার্হী কর্মকর্তা শরফিুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম আরমান আলী, নজিপুর পৌরসভা মেয়র রেজাউল করীম চৌধুরীসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। পরে খাদ্যগুদাম চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন খাদ্যমন্ত্রী।
সারাবাংলা/এমএইচ
আরও পড়ুন
চালের বাজার নিয়ন্ত্রণে প্রতিটি জেলায় মনিটরিং টিম: খাদ্যমন্ত্রী