সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু
১৮ জানুয়ারি ২০১৯ ১১:৫০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১১:৫৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
দিনাজপুর: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকায় বিএসএফ’র গুলিতে মো রাজু (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জানুয়ারি) ভোরে এ ঘটনাটি ঘটেছে।
মৃত রাজু একই উপজেলার সাহানাবাদ এলাকার বাদশা মিয়ার ছেলে।
ঠাকুরগাঁও-৫০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক (সিও) লে. কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, মৃত রাজু গরু চোরাচালানের জন্য সীমান্তে গেলে বিএসএফ তাকে গুলি করে। এঘটনায় বিজিবি’র পক্ষ থেকে ব্যাটালিয়ন-কোম্পানি কমান্ডর পর্যায়ে বৈঠকের চিঠি দেওয়া হয়েছে। সেই সাথে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পৃথক চিঠি দেওয়া হয়েছে।
সারাবাংলা/এমএইচআর/এমএইচ