Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী আশরাফুন নেছা আর নেই


১৮ জানুয়ারি ২০১৯ ১১:৩৬ | আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১৩:৪৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী এবং সাবেক সংসদ সদস্য আশরাফুন নেছা মোশারফ মারা গেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন রুখসানা সারাবাংলাকে এতথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আশরাফুন নেছা মোশারফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আশরাফুন নেছা মোশারফ মিরপুর-মোহাম্মদপুর-তেজগাঁও ও ধানমন্ডি উত্তর এলাকার সংসদ সদস্য ছিলেন। তিনি এম,সি.এ. স্বাধীনতা-পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংগঠক মরহুম ডাক্তার মোশাররফ হোসেনের স্ত্রী। তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আশরাফুন নেছার পরিবারে রয়েছে তিন ছেলে ও চার মেয়ে।

সারাবাংলা/এনআর/এমএইচ

আশরাফুন নেছা মহিলা আওয়ামী লীগ

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর