Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২


১৭ জানুয়ারি ২০১৯ ২০:৫৮

।।ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বগুড়া: জেলার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের কালিপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কাইমূল ইসলাম সূজা খাঁ (২৮) ও ফজলুল হক লেবু খাঁ (৬২) নামে ২ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাকের আলী (২১) নামে একজন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল পরিদর্শন করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তিন জন মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু ঘটে ও আহত ১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বাড়ি কাহালুর দুর্গাপুর ইউনিয়নের লোকনাথ পাড়ায়।

সারাবাংলা/এসবি

বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর