বাণিজ্যমেলায় রিকো মার্কেটিংকে ৩০ হাজার টাকা জরিমানা
১৭ জানুয়ারি ২০১৯ ২০:২৩ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ২০:৪৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রতিশ্রুত পণ্য না দেওয়ার অভিযোগে রিকো মার্কেটিং নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। প্রতিষ্ঠানটিকে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকালে এ জরিমানা করা হয়েছে।
এই প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন সারাবাংলাকে বলেন, ‘প্রতিষ্ঠানটি ইতালিয়ান পণ্য বলে দেশি পণ্য বিক্রি করছিল। এটি একটি হোম অ্যাপ্লায়েন্স ও ক্রোকারিজ প্রতিষ্ঠান। একের ভেতরে দশ, এমন অফার ছিল তাদের। পীরের বাগের বাসিন্দা ড. কামরুন মোস্তফার অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে৷’
জাতীয় ভোক্তা অধিদফতরের তথ্যমতে, এখন পর্যন্ত ৮ টি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ২ টি সমঝোতা, একটি আইনে না পড়া ও তিনটি অভিযোগ এখনও পেন্ডিং আছে৷ আর একটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর আগের যেকোনো সময়ের চেয়ে এবার অভিযোগ কম বলেও জানায় অধিদফতর।
সারাবাংলা/ইএইচটি/এমএনএইচ