আ.লীগের মনোনয়ন নিয়ে আশাবাদী মৌসুমী
১৭ জানুয়ারি ২০১৯ ২০:০২ | আপডেট: ১৭ জানুয়ারি ২০১৯ ২০:০৪
।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট। ।
চিত্রনায়িকা প্রিয়দর্শিনী মৌসুমী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কেনার পর থেকেই তাকে নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। কারণ হঠাৎই তিনি মনোনয়ন ফরম কেনেন। এরপর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে তার অনুভূতি জানতে যোগাযোগ করার চেষ্টা করা হয়। সবার সুবিধার কথা বিবেচনা করেই বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে মৌসুমী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘‘আমি সুন্দর একটা সময়ের অপেক্ষায় ছিলাম। এবার নির্বাচনের সময়ে কারও কারও সঙ্গে আলাপও করে রেখেছিলাম যে, নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হলে সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। অবশেষে ফরম কিনলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নির্বাচনের পর রাজনীতিতে যে সুন্দর পরিবেশ দেখলাম, তা আমাকে আকৃষ্ট করেছে।’’
আরও পড়ুন : আবারও ভিলেন তাসকিন
এই অভিনেত্রী আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথা আমার খুব ভালো লেগেছে। তা হলো, প্রধানমন্ত্রী কোনো রকম তদবির ছাড়া নিজে এই সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দেবেন। বিষয়টি আমাকে আকৃষ্ট করেছে। আমার কাছে এটি খুব পজিটিভ আর প্রাইম টাইম মনে হয়েছে।’’
মৌসুমী আরও বলেন, ‘‘নারী ও শিশু বিষয়ক সংগঠনের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। ‘ইউনিসেফ’ ছাড়াও নিজের সংগঠন থেকে নারী ও শিশুদের নিয়ে আমি কাজ করেছি। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে, যে দল ক্ষমতায় আছে, সে দল সুন্দরভাবে আমাকে যদি সাপোর্ট দেয়, সেই দলের হয়ে যদি আমি কাজ করি, তাহলে আমি কাজগুলোকে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যেতে পারব।” তিনি আরও বলেন, ”সরকার থেকে এখন নারী উন্নয়নের জন্য অনেক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। যেটা খুবই পজিটিভ।’’
‘মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে শোনা যাচ্ছে, দলের দুঃসময়ে যারা যুক্ত ছিলেন, তাদের মনোনয়নের ক্ষেত্রে ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে। তাহলে আপনি কীভাবে সংরক্ষিত আসনে এবার নির্বাচিত হবেন বলে মনে করছেন?’ এমন প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, ‘‘দলের দুঃসময়ে যারা ছিলেন, তাদের অবশ্যই আগে সুযোগ দেওয়া উচিত। তার মানে এই নয়, যারা গতকাল জন্মগ্রহণ করেছেন, দলে তাদের মেধাকে গুরুত্ব দেওয়া যাবে না।’’
মৌসুমী আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী সেটা ভাবেন না বলে মনে করি আমি। কারণ এবারের নির্বাচনের পর মন্ত্রিসভায় এরইমধ্যে প্রধানমন্ত্রী সেই চমক দেখিয়েছেন। যাদের মেধা ও জনপ্রিয়তার পাশাপাশি সুন্দর স্বপ্ন আছে, ভালো পরিকল্পনা আছে, তাদের মনোনয়ন কেনার জন্য আহ্বান করা হয়েছে। আর আমাদের ফিল্মে কী হয়, বেশি সময় কাজ করার পর সরে দাঁড়ান একজন শিল্পী। নতুনদের কাজের সুযোগ করে দেয়। তার মানে এই না যে, আমি ফিল্ম থেকে শেষ হয়ে গেছি।’’
পুরনোদের কাজ নতুনদের সাপোর্ট দেওয়া উল্লেখ করে মৌসুমী বলেন, ‘‘আমার জায়গা থেকে যতটুকু কাজ করার, আমি করে যা। রাজনীতিতেও তাই। ফিল্মের মতো রাজনীতিতেও মানুষের মন বুঝে জনগণের সেবা করতে হবে। সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, ভালোবাসার সঙ্গে জনগণের জন্য যিনি কাজ করবেন, তারই তো রাজনীতিতে আসা উচিত।’’
এদিকে, ভিন্ন একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে উপস্থিত হওয়া মৌসুমীর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘‘আমি এটি নিয়ে ভাবছি না। মনোনয়ন দেবেন তো প্রধানমন্ত্রী, তাই এটা নিয়ে আমি চিন্তিত না। কারণ প্রধানমন্ত্রী খুব ভালো করে জানেন, কে কী করছে, কে কী ভাবছে। তার বোঝার মতো সুন্দর একটি মন আছে। আমি কোনো দলের সঙ্গে কখনো কাজ করিনি। তারকাদের নানা সময় নানা জায়গায় যেতে হয়। অনেক অনুষ্ঠানে গিয়ে ছবি তুলতে হয়।’’
এই অভিনেত্রী আরও বলেন, ‘‘আমিও বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি। তার মানে এই না যে, আমি নির্দিষ্ট করে কোনো দল করি। তবে এটা ঠিক যে, প্রকাশ্যে আমি রাজনীতি না করলেও মন থেকে আওয়ামী লীগকে সমর্থন করে আসছি।’’ এ কারণেই একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য এবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলেও তিনি জানান।
সারাবাংলা/এএসজি/এমএনএইচ
আরও পড়ুন :
. আবার একসঙ্গে অক্ষয়-ক্যাটরিনা
. দুই ঘরানার দুই ছবি স্টার সিনেপ্লেক্সে
. পুরনো ছবির নতুন ‘মুক্তি’
. প্রশংসিত ছবি দুদিন পরে কিভাবে নিষিদ্ধ হয়? – প্রশ্ন ফারুকীর
. ১১০০ ছবি করে গিনেস রেকর্ড, দিনের পারিশ্রমিক ৫ লক্ষ টাকা
. নাঈম-টয়ার ‘রঙ বদল’
. জয়পুর উৎসবের উদ্বোধনী ছবি ‘ইতি, তোমারই ঢাকা’
. আবারও ‘এক যে ছিল রাজা’
. সুচিত্রা সেন: চলে যাওয়ার ৫ বছর
. নিষিদ্ধ ফারুকীর ‘শনিবার বিকেল’