Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাবিপ্রবি’র ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ


১৭ জানুয়ারি ২০১৯ ১৮:২৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সময়সূচি ও সিট প্ল্যান প্রকাশিত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বার্তায় সারাবাংলাকে এতথ্য নিশ্চিত করেছে।

হাবিপ্রবি’র রেজিস্ট্রার স্বাক্ষরিত বার্তা থেকে জানা গেছে, দিনে ৪টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন (২০ জানুয়ারি) ‘জি’ ইউনিট (তিন শিফট) ও ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিস), ২১ জানুয়ারি ‘এফ’ ইউনিট ( দুই শিফট) ও ‘সি’ ইউনিটের (দুই শিফট-বিজ্ঞান ও মানবিক), ২২ জানুয়ারি ‘বি’ ইউনিট (দুই শিফট) এবং ‘ডি’ ইউনিট (দুই শিফট) এবং শেষ দিন ২৩ জানুয়ারি ‘এ’ ইউনিট (তিন শিফট) এবং ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম শিফট, বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত দ্বিতীয় শিফট, ১টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত তৃতীয় শিফট এবং বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০ জানুয়ারি (রোববার) ‘জি’ ইউনিটের প্রথম শিফট (রোল নং) ‘জি১’ (৭০০০০১-৭০৮৩৪৭), দ্বিতীয় শিফট, ‘জি২’ (৭০৮৩৪৮-৭১৬৬৯৪), তৃতীয় শিফট ‘জি৩’ (৭১৬৬৯৫- ৭২৫০৪১), ‘সি’ ইউনিটের প্রথম শিফট ‘সি১’ (৩০০০০১-৩০৪১৯৩)।

২১ জানুয়ারি ‘এফ’ ইউনিটের প্রথম শিফট ‘এফ১’ (৬০০০০১-৬০৭৭০৫), দ্বিতীয় শিফট ‘এফ২’ (৬০৭৭০৬-৬১২০৫৮), ‘সি’ ইউনিটের দ্বিতীয় শিফট ‘সি-২’ (৩৫০০০১-৩৫৭৭০৫), ‘সি’ ইউনিটের তৃতীয় শিফট ‘সি-৩’ (৩৫৭৭০৬-৩৬১৪১১)।

২২ জানুয়ারি ‘বি’ ইউনিটের প্রথম শিফট ‘বি-১’ (২০০০০১-২০৯৩২৫), দ্বিতীয় শিফট ‘বি-২’ (২০৯৩২৬-২১৮৬১২), ‘ডি’ ইউনিটের প্রথম শিফট ‘ডি-১’ (৪০০০০১-৪০৭৯৭৫), ‘ডি’ ইউনিটের দ্বিতীয় শিফট ‘ডি-২’ (৪০৭৯৭৬-৪১৫৯৫১)।

বিজ্ঞাপন

২৩ জানুয়ারি (শেষদিন ) ‘এ’ ইউনিটের প্রথম শিফট ‘এ-১’ (১০০০০১-১০৭৭০৫), দ্বিতীয় শিফট ‘এ-২’ (১০৭৭০৬-১১৫৪১০), তৃতীয় শিফট ‘এ-৩’ (১১৫৪১১-১২৩৩২৬), ‘ই’ ইউনিটের ‘ই’ (৫০০০০১-৫০১৬০০)।

অ্যাকাডেমিক ভবন-১ (কৃষি অনুষদ ভবন), অ্যাকাডেমিক ভবন-২ (ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবন), অ্যাকাডেমিক ভবন-৩ (ডিভিএম অনুষদ ভবন), টিএসসি, লাইব্রেরি, হাবিপ্রবি স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইংরেজি মাধ্যমের পরীক্ষা ‘এ’ ইউনিটের ‘এ-৩’ , ‘বি’ ইউনিটের ‘বি-২’, ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ‘সি-১’, (বিজ্ঞান/মানবিক) ইউনিটের ‘সি-৩’, ‘ডি’ ইউনিটের ‘ডি-২’, ‘ই’ ইউনিটের ‘ই’, ‘এফ’ ইউনিটের ‘এফ-২’ ও ‘জি’ ইউনিটের ‘জি-৩’ শিফটে অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন (www.hstu.ac.bd।

সারাবাংলা/এমএইচআর/এমএইচ

আসন ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর