Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় রাবিতে তিন দোকানকে জরিমানা


১৭ জানুয়ারি ২০১৯ ১৭:৪৭

।। রাবি করেসপন্ডেন্ট ।।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন স্টেশন বাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য রাখার দায়ে তিন দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক হাসান আল মারুফ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়।

হাসান আল মারুফ জানান, স্টেশন বাজারের তিনটি দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ও ৩৮ নং ধারা অনুযায়ী ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, এর মধ্যে বটতলা হোটেলে মোটা লবণ ব্যবহার ও খাবারের মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা, জীবন ভ্যারাইটিজ দোকানে মেয়াদোত্তীর্ণ হলুদ ও জুস রাখার দায়ে ৫ হাজার টাকা ও হাসান ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/এনএইচ

রাজশাহী বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর