Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে পুলিশের উদ্যোগে দোকানঘর পেলেন প্রতিবন্ধী বাদশা


১৭ জানুয়ারি ২০১৯ ১৬:২৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে সাগর বাদশা (৩৫) নামে এক শারিরিক প্রতিবন্ধীর পাশে দাঁড়িয়েছেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির উদ্দিন। ব্যক্তি উদ্যোগে তিনি শারিরীক প্রতিবন্ধী সাগর বাদশাকে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে একটি দোকানঘর নির্মাণ করে দিয়েছেন। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) ৩ টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দরা গ্রামে দোকান ঘরটি ফিতা কেটে উদ্বোধন করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া।

এরআগে আলোচনা সভায় এসআই জহির উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সেবাই পুলিশের ধর্ম। এ কথাটি শুধু একটি স্লোগান নয়, এটা এখন বাস্তবতাও। এমনটাই প্রমাণ করেছেন রামগঞ্জ থানার এসআই জহির উদ্দিন। আজকে তিনি অসহায় ও প্রতিবন্ধী সাগর বাদশার পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা অনুকরণীয়।

উল্লেখ্য, সাগর বাদশা একজন শারিরীক প্রতিবন্ধী। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়ুয়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে। ছোটবেলা থেকে নানার বাড়ি উপজেলার ইছাপুর ইউনিয়নের সোন্দরা গ্রামে বসবাস করছেন তিনি। তার পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন। কর্মসংস্থান সৃষ্টি করে পুনর্বাসন করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাগর বাদশা ও তার পরিবার।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

দোকানঘর প্রতিবন্ধী

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর