Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে ইন্দোনেশিয়ার অভিনন্দন


১৭ জানুয়ারি ২০১৯ ১৬:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দিত করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেনটো এলপি মারসুদি।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়।

বার্তায় বলা হয়, রেনটো এলপি মারসুদি টেলিফোনে ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন। এসময় মারসুদি আশাবাদ ব্যক্ত করেন, সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে।

বার্তায় আরও বলা হয়, আলাপচারিতায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন রোহিঙ্গা ইস্যুতে ঢাকাকে সমর্থনের জন্য জাকার্তার প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/জেআইএল/এনএইচ

ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর