নিখোঁজ শিক্ষকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার
১৭ জানুয়ারি ২০১৯ ১৫:৫৩
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজের বাংলা বিভাগের শিক্ষক জামাল উদ্দিনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে ধামইরহাট ব্রিজের নিচে ঘুকশী নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জামাল উদ্দিন ধামইরহাট উপজেলার শাহাপুর গ্রামে কায়েম উদ্দিনের ছেলে। তিনি গত ৪ দিন যাবত নিখোঁজ ছিলেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, ঘুকশী নদীতে শিক্ষক জামাল উদ্দিনের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। জামাল উদ্দিনের হাত ও পা মোটা রশি দিয়ে বাঁধা ছিল। দুই থেকে তিন দিন আগে জামাল উদ্দিনকে হত্যা করে নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
সারাবাংলা/এমএইচ