ভারত-পাকিস্তান সীমান্তে হামলা-পাল্টা হামলা, নিহত ৭
১৫ জানুয়ারি ২০১৮ ১৮:১১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১৮:১৮
সারাবাংলা ডেস্ক
আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতের সেনাবাহিনী ও পাকিস্তানের সেনাদের গোলাগুলিতে ৭ জন নিহত হয়েছে। ভারতের দাবি, নিহত সাতজনই পাকিস্তান সেনা সদস্য। অন্যদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বলছে, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত সেনা সদস্যদের চারজন পাকিস্তানি। বাকি তিনজন ভারতীয় সেনা সদস্য।
সোমবার সকালে জান্দরোট সীমান্তে দুই বাহিনীর মধ্যে আক্রমণাত্মক এ হামলার ঘটনা ঘটে। এখনো ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি পরমাণু যুদ্ধের হুমকি আসার একদিন পরই দুই দেশের সীমান্তে এ ধরনের হামলার ঘটনা ঘটলো।
পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায়, সীমান্তে পাকিস্তানি সেনারা রাস্তা মেরামতের কাজ করছিল। এ সময় ভারতীয় বাহিনী এলোপাথাড়ি গুলি শুরু করে। হামলার পাল্টা জবাবে ভারতীয় বাহিনীর সদস্যরা নিহত হয়। এ ছাড়াও বেশ কিছু সদস্য আহত হয়েছে।
ভারতের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, হামলাকারীরা শ্রীনগর পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল। তবে ভারতীয় সেনার কাছে আগে থেকেই তথ্য থাকায় দ্রুত প্রতিহত করা সম্ভব হয়েছে।
ভারতে পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের বড় ধরনের আত্মঘাতি হামলা চালানোর পরিকল্পনা ছিল।
সারাবাংলা/এমএ/এটি