Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে পোলিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন


১৬ জানুয়ারি ২০১৯ ১৭:০৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন পোলান্ডের প্রধানমন্ত্রী ম্যাথুজ মারউইকি।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার (১৬ জানুয়ারি) বিকেলে এক বার্তায় এই তথ্য জানান হয়।

পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথুজ মারউইকি অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ‘পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন। সামনের দিনে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে বিশ্বাস করি।’

পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথুজ মারউইকি অভিনন্দন বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেনকে বলেন, ‘দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করছে। আশা করব, চলমান রাজনৈতিক সম্পর্কের বাইরে প্রতিরক্ষা, জ্বালানি, সবুজ প্রযুক্তি এবং কৃষি খাতে দুই দেশের সম্পর্ক সামনের দিনে আরো সম্প্রসারিত হবে।’

সারাবাংলা/জেআইএল/একে

আওয়ামী লীগ পোলান্ডের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী্ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর