Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্লগার নিলয় হত্যা মামলার প্রতিবেদন ১৭ ফেব্রুয়ারি


১৬ জানুয়ারি ২০১৯ ১৬:১৮

।।স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। বুধবার (১৬ জানুয়ারি) মামলাটির তদন্ত কর্মকর্তা আদালতে কোনো প্রতিবেদন না দেওয়ায় ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারী নতুন এই তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮নম্বর সড়কের নিজ বাসায় খুন হন নিলয়। চারজন যুবক বাসাভাড়ার কথা বলে ঘরে ঢুকে তার স্ত্রী আশামনিকে অস্ত্রের মুখে জিম্মি করে নীলয়ের গলা ও ঘাড়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।

বিজ্ঞাপন

ওই ঘটনায় নিহতের স্ত্রী আশামনি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এমএনএইচ

আদালত ব্লগার নিলয় হত্যা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর