Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় মাদক বিক্রেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার


১৬ জানুয়ারি ২০১৯ ১১:৫২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মইজুদ্দিন আহমেদ টুলু (৪৫)। তিনি একজন মাদক বিক্রেতা ছিলেন বলে দাবি পুলিশের।

বুধবার (১৬ জানুয়ারি) সকালে তালা উপজেলার তেঁতুলিয়ার বিশ্বাসের মোড়ে রাস্তার ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত টুলু সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের মৃত সামছুল হক সরদারের ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, ভোরে তিনি খবর পান যে তালার তেঁতুলিয়ার বিশ্বাসের মোড়ে রাস্তার ধারে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তিনি জানতে পারেন আগের রাতে দু’দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলির ঘটনায় টুলু নিহত হয়েছে। তার মাথায় গুলি লেগেছে জানিয়ে ওসি আরও বলেন লাশটির কাছেই পড়েছিল ১৬০ টি ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল, একটি মোটর সাইকেল ও একটি মোবাইল সেট।

ওসি আরও জানান, টুলু একজন চিহ্ণিত মাদক বিক্রেতা। ময়না তদন্তের জন্য তার লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে নিহত মইজুদ্দিন টুলুর স্ত্রী রহিমা বেগম ওরফে রেখার দাবি, তার স্বামী আগে মাদক ব্যবসা করলেও এখন তিনি একজন রড সিমেন্ট ব্যবসায়ী। গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় ২০ হাজার টাকাসহ মোটর সাইকেলে তিনি সাতক্ষীরা যাচ্ছিলেন। এ সময় গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় কয়েক ব্যক্তি। তাদের কাছে একটি প্রাইভেট কার ছিল। স্থানীয় একটি দোকানের  সিসিটিভিতে তার ছবিও ধারন করা রয়েছে। এরপর থেকে তার মোবাইল বন্ধ থাকায় ১৪ জানুয়ারি তিনি সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করেন ( জিডি নম্বর ৬৫২ তারিখ ১৪.০১.১৯)।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের ১১ নভেম্বর রাতে সাতক্ষীরার গজালিয়া বিলে চোরাচালান বিরোধী অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশের দুই সদস্য আমিনুল ইসলাম ও আবদুর রহিম দায়ের কোপে আহত হন। এ ঘটনায় মইজুদ্দিন আহমেদ টুলুর বিরুদ্ধে মামলা হয়। এ মামলা এখনও বিচারাধীন। এছাড়া তার বিরুদ্ধে মাদক পাচারের আরও মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

সারাবাংলা/এসএমএন

গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর