Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

থেরেসা মে’র সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট চেয়েছে বিরোধী দল


১৬ জানুয়ারি ২০১৯ ০৯:০৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১১:৪৮

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ব্রেক্সিট ইস্যুতে পার্লামেন্টে বড় ধরনের পরাজয়ের পর ক্ষমতাসীন কনজারভেটিভ দলের থেরেসা মে সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের ডাক দিয়েছে বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন। স্থানীয় সময় বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পার্লামেন্টে এই প্রস্তাবের ওপর ভোটগ্রহণ হবে।

এর আগে, যুক্তরাজ্যের ইতিহাসে ক্ষমতাসীন কোন দলের পার্লামেন্টে সবচেয়ে বড় পরাজয় দেখেছে ব্রিটেনবাসী। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ সংক্রান্ত প্রধানমন্ত্রী থেরেসা মে’র আনীত ব্রেক্সিট চুক্তিটি হাউজ অব কমন্সে বাতিল হয়ে যায়, ৪৩২-২০২ ভোটের ব্যবধানে। তার এই পরাজয় যুক্তরাজ্যকে এখন আগাম নির্বাচনের দিকে ঠেলে দিতে পারে।

মে’র পরাজয়ে লেবার নেতা জেরেমি করবিন বলেন, সরকারের অযোগ্যতার বিরুদ্ধে পার্লামেন্টে রায় দেওয়ার সুযোগ তৈরি হলো।

তবে ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির নেতা আরলিন ফস্টার ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন বুধবারের অনাস্থা ভোটে তারা প্রধানমন্ত্রীকে সমর্থন দেবেন। ইইউর সদর দপ্তর ব্রাসেলস থেকে আরও ভালো একটি চুক্তি নিয়ে আসার সুযোগ সরকারের হয়েছে বলে তারা মনে করেন।

এর আগে, গত ডিসেম্বরে নিজ দল কনজারভেটিভ পার্টির প্রস্তাবিত অনাস্থা ভোটে উতরে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।

সারাবাংলা/এনএইচ

জেরেমি করবিন থেরেসা মে ব্রেক্সিট চুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর