Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেলে ওই দিনের মজুরি পাবেন না’


১৫ জানুয়ারি ২০১৯ ২০:৪১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ২০:৫১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শ্রম আইন সবার জন্য প্রযোজ্য উল্লেখ করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, আইডি কার্ড পাঞ্চ করে হাজিরা দিয়ে কোনো শ্রমিক কারখানা থেকে বেরিয়ে গেলে তিনি ওই দিনের মজুরি পাবেন না। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি কাঠামো সমন্বয়ের পর শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলেও জানান তিনি।

তৈরি পোশাক শিল্পের শ্রম পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার (১৫ জানুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মালিক-শ্রমিক ও সরকারের মধ্যে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, পোশাক কারখানার সব ধরনের অভিযোগ জানানোর জন্য খুব শিগগিরই হটলাইন চালু করা হবে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর হটলাইন পরিচালনা করবে। এখন থেকে গার্মেন্টস শিল্প সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটি নিয়মিত বৈঠকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে বলেও জানান তিনি।

শেখ হাসিনা সরকারকে শ্রমবান্ধব অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে অত্যন্ত আন্তরিক। ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়নে মালিক-শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় অংশগ্রহণকারী পোশাক কারখানার মালিক প্রতিনিধিরা গত কয়েকদিনের পোশাক কারখানায় উদ্ভূত পরিস্থিতির কারণে কোনো নিরীহ শ্রমিক হয়রানির শিকার হবেন না বলে নিশ্চয়তা দেন। কাজে যোগ দেওয়ার জন্য মালিক প্রতিনিধিরা শ্রমিকদের ধন্যবাদ জানান।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, এফবিসিসিআই সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক মো. সামসুজ্জামান ভূইয়া, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, সিরাজুল ইসলাম রনিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচএ/টিআর

মন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর