Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ মাসের মধ্যে সর্বোচ্চ সূচক ঢাকা শেয়ারবাজারে


১৫ জানুয়ারি ২০১৯ ১৭:৪২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৮:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: সূচক বেড়েছে ঢাকার শেয়ারবাজারে। মঙ্গলবার দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৬৩ পয়েন্টে।

এই সূচক গত নয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ডিএসইএক্স ২০১৮ সালের ৯ এপ্রিল বেশি ছিল। ওই দিন ডিএসইএক্স ৫ হাজার ৮৭৯ পয়েন্ট ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইএক্স আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) ৩৪৪টি প্রতিষ্ঠানের ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪৭টির এবং ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দামে কোনো পরিবর্তন আসেনি। এদিন, ডিএসইতে ১ হাজার ১৩৯ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

এছাড়া, মঙ্গলবার দিনশেষে ডিডএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৯ এর্বং ডিএসই শরিয়া সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৩০ পয়েন্টে উন্নীত হয়।

সারাবাংলা/জিএস/জেএএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ারবাজার

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর